এক্তারপুরকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবপুর

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৫২ পূর্বাহ্ন   |   খেলাধুলা

এক্তারপুরকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবপুর


শেখ জাহান রনি (মাধবপুর হবিগঞ্জ):  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক্তারপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ০-১ গোলে এক্তারপুর একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের মাধবপুরের আলাকপুর একাদশ।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক্তারপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। এসময় উপস্থিত ছিল, হরষপুর ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়া, মাধবপুর বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাধবপুর পৌরসভার (কাউন্সিলর) প‍্যানেল মেয়র মোঃ মোবারক উল্ল‍্যাহ, এক্তারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সাংবাদিক টিপু চৌধুরী, সাংবাদিক মোঃ নাহিদ মিয়া, এ খেলা পরিচালনা করেন মোঃ দর্পণ ভূঞা, সরর্দার মোঃ হরমুজ আলী, মোঃ চমক মিয়া, মোঃ সানু মিয়া, মো সুজন খাঁ, সেলিম মিয়া, মোঃ মফিজ আলী, মোঃ ফারুক মিয়া, ফরিদ মিয়া ছামিদুল ইসলাম, স্থানীয় লোকজন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ফুটবল খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে ১টি ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।



খেলাধুলা এর আরও খবর: